আর্কেশিয়া বিশেষ স্থাপত্য পুরস্কার জিতলেন বায়েজিদ মাহবুব
স্থাপত্যের জন্য এশিয়ার মর্যাদাপূর্ণ পুরস্কার আর্কেশিয়া স্থাপত্য পুরস্কার-২০২৩-এ দুটি স্বর্ণপদক জিতেছেন স্থপতি বায়েজিদ মাহবুব খোন্দকার। গতকাল সোমবার ফিলিপাইনের বোরাকায় আইল্যান্ডে নিউ কোস্ট কনভেনশন সেন্টারে আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল এশিয়ার ২০তম কংগ্রেসে এই পুরস্কার প্রদান করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
Read more at www.prothomalo.com